
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: জুয়া ও মাদক বিরোধী অভিযানে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউপি মেম্বারসহ ৬ জুয়াড়িকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামের মৃত্যু সৈয়দ আলী মন্ডলের ছেলে এবং সাবেক ইউপি মেমবার সামিউল ইসলাম (৫০), মৃত্যু আজিমউদ্দিনের ছেলে আসমত আলী (৩৬)। উত্তর গোতামারী গ্রামের খতিবর মিয়ার ছেলে আবু হোসেন (৪০), আবাহার হোসেনের ছেলে আরমান (৪৫), দইখাওয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রাজ (৩০) এবং গাওচুলকা গ্রামের শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম।শুক্রবার (০২ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় হাতীবান্ধা থানার এসআই মোঃ নুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দঃ গোতামারী বটতলা নামক এলাকার রফিকুল ইসলামের গদিঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ৬ জন জুয়ারীকে গ্রেফতার করেন।হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন- গোপন সংবাদে জানতে পারি উপজেলার দঃ গোতামারী বটতলা নামক এলাকায় রফিকুলের গদিঘরে আসামীরা টাকার বিনিময়ে জুয়া খেলছে।
এমন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরক্র তোলা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমী) আজিজুর রহমান প্রত্যেককে ৭দিনের করে কারাদণ্ড দেন।তিনি আরও বলেন,শনিবার সকালে আসামীদের জেল হাজতে পাঠানো হবে।