আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ বছর শুরু হতে না হতেই শিক্ষার্থী খুঁজতে নানা বিজ্ঞাপন নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকরা। বুঝিয়ে শুনিয়ে অভিভাবকদের মন জয় করতে পারলেই জুটে যাচ্ছে শিক্ষার্থী। শিক্ষকরা স্বল্প বেতনে পড়ানোর প্রলোভন দেখান বলে কয়েক জন অভিভাবক প্রতিবেদককে জানান। সরজমিন ঘুরে দেখা যায়, লালমনিরহাটের পাঁচ উপজেলায় প্রায় অর্ধশতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সামনে বড় বড় ডিজিটাল ব্যানার-ফেস্টুন টানিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছে এসব কোচিং সেন্টার। খোঁজ নিয়ে জানা যায়, এসব কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরা বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। এ বিষয়ে অভিভাবকরা বলছেন, স্কুলগুলোতে ভালো পড়ানো হয় না। এজন্যই ভালো রেজাল্ট করানোর লক্ষ্যে বছরের প্রথম থেকেই সন্তানদের কোচিং সেন্টারে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাব বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কোচিংয়ের সঙ্গে জড়িত। কোচিং হোমে একই শিক্ষক ভালোভাবে পড়ান কিন্তু স্কুলে ঠিকমতো ক্লাস নেন না। এজন্য একরকম বাধ্য হয়েই সন্তানকে কোচিংয়ে দিতে হচ্ছে বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দিয়ে কয়েক দিন খেলাধুলা করেছি। এখন আবার কোচিং আর স্কুল। কোচিং সেন্টার সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হলে তারা বলেন, স্কুলের পাশাপাশি কোচিংয়ে পড়াশোনা করলে ভালো ফল পাওয়া যাবে। এজন্য স্কুল শেষে তারা শিক্ষার্থীদের পড়াচ্ছেন। হয় তো আবার লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীর স্কুলে নাম রয়েছে রেজাল্ট ভালো করার লক্ষ্য পাবলিক (ব্যবসায়ীক) প্রতিষ্ঠান গুলোতে সকাল ৮ থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত কোচিং করতে হচ্ছে। তাতে করে শিক্ষার্থীদের বন্ধী জীবনে কাটাতে হয়। কোচিং সেন্টারে ভর্তি করিয়ে বাবা – মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ঠিকই কিন্তু তাদের বাচ্চাদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা সেটা ভেবে দেখেন না।এসব নামধারী কোচিং সেন্টারগুলোর ব্যবসা বন্ধ করে দেশের কঁচি ছেলে -মেয়েদের মেধার মুক্ত বিকাশের সুযোগ দেয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ থাকা অত্যান্ত জরুরী।”বঙ্গবন্ধু শেখ মজিবের”স্বপ্ন পূরন করতে হলে সুশিক্ষিত জাতি সৃজনশীল পাঠ্যবই তৈরি না করে, সৃজনশীল মানুষ তৈরি করলে দেশের ছাত্রছাত্রীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে বলে অভিভাবরা মনে করেন।সে ব্যবস্থা করা উচিত। কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আফরোজা বেগম বলেন, বর্তমান সরকার শিক্ষানীতি আইন করার পরেও অনেক শিক্ষক সেই শিক্ষানীতি আইন মেনে না চলায় এই সমস্যা হচ্ছে। কারণ বর্তমান সরকার যদি মনে করে যেসব শিক্ষক কোচিং সেন্টারের সঙ্গে জড়িত তাদের বিল ভাতা বন্ধ করলে তারা শিক্ষার আইন মেনে চলবে বলে মনে করেন। এজন্য কঠোর আইন করা জরুরী।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোঃ আবু আশরাফ নুর জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোন অবস্থায় কোচিং ও প্রাইভেট পড়ানো যাবেনা। তবে ক্লাসের পরে অতিরিক্ত ক্লাস বা কোচিং করানো যাবে। সে ক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থী কাছে কোন টিইশন ফি নিতে পারবে না। অতিরিক্ত ক্লাস ও কোচিং করানোর জন্য সরকার ফি নিধারন করে বিধি করে দিয়েছে।