
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোলাগানকে সামনে রেখে অদম্য বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ ও জালালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষে বুধবার লালমনিরহাটের কালীগঞ্জে দিবসটি উদযাপিত হয়।বাংলাদেশ বিদ্যুৎ উনন্নয়ন বোর্ড, কালীগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ ,নওজোপাডিকো এর উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয় ।র্যালীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম,এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজয় কুমার রায়, যুবলীগ সভাপতি রেভাজ উদ্দিন রাঙ্গাসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিস এসে শেষ হয়।