লালমনিরহাটে তথ্যজানালা তৃণমূল কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:‘তৃণমূলের তথ্যজানালা’ শীর্ষক কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মশালা ৫টি উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেয়। এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ৭ মার্চ শেষ হবে বলে জানাযায়। উদ্যোক্তা প্রশিক্ষণের কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনদিন ব্যাপি  অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন:- আবুল ফয়েজ মোঃ আলাল উদ্দিন খান। তিনি ডিজিটাল বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-গভর্নেন্স পদ্ধতি চালু, আইটি সেক্টরের অবকাঠামো তৈরি, মানবসম্পদ উন্নয়ন এবং আইটি ইন্ডাস্ট্রি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার।