
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চালক আব্দুল কাদের জ্বিলানী ও সহকারী চালক মিজানুর রহমানকে তেল চুরির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে মামলা ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোসেড রহমত নগর রেল কলোনীর পাশে গত শনিবার মধ্য রাতে রেল ইঞ্জিন-৬৫১১ থেকে তেল চুরি করে ওই দুই চালক। এ সময় রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ শত ৪০ লিটার তেল উদ্ধার করে। পরে এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। তেল পাচারের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে মঙ্গলবার ডিএমই/লোকো ইঞ্চিনের চালক আব্দুল কাদের জ্বিলানী (এম এল) ও সহকারী চালক মিজানুর রহমানকে (এএলএম) সাময়িকভাবে বরখাস্ত করা হয়।