
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৮২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিনভর লালমনিরহাট রেলওয়ে অঞ্চলের কাউনিয়া স্টেশনে এ জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেনডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট সান্তাহার রেল রুটের কাউনিয়া জংশন স্টেশনে তার নেতৃত্বে ১০টি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়।এসময় লোকাল কমিউটার চারটি, ডেমু দু’টি, করতোয়া এক্সপ্রেস দু’টি ও লালমনি এক্সপ্রেসের দু’টি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালানো হয়। এতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৮২ জন যাত্রীকে তিন হাজার ৩০৫ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ৬ হাজার ৬১০ টাকা আদায় করা হয়। উল্লেখ্য গত বুধবার(১৮ জানুয়ারি) লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেসে অভিযান চালানো হয়।ট্রেনটি লালমনিরহাট থেকে বুড়িমারী ও সেখান থেকে ফিরতি পথে অভিযান চালালে ৫২ জন যাত্রীকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ১০ হাজার ৫২৫ টাকা জরিমানা করা হয়েছে।