আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি :শীতের আমেজ আসতেই লেপ-তোষক তৈরির ধুম পড়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলায়।হিমালয়ের পাদদেশে সীমান্তবর্তী জেলা তাই কিছু দিন পরেই জেকে বসবে গভীর শীত। এবার গভীর শীতের আমেজ না বাড়তেই ক্রেতারা ভিড় জমাতে শুরু করেছে লেপ- তোষকের দোকানে।
শীতের শুরতেই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন লালমনিরহাটে পাঁচ উপজেলায় লেপ তোষক তৈরির (ধুনক) কারিগররা। দিনে রাতে অবিরাম তারা নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। কাজের চাপের জন্য সময়মত ঘুম খাওয়া দাওয়া হচ্ছে না। শীত থেকে রা পেতে সাধারণ মানুষ ভীড় করছেন লেপ তোষকের দোকানের ধুনকদের কাছে। তাই ধুনকদের দিন রাত ব্যস্ততার শেষ নেই। খদ্দেরদের কেউ নতুন লেপ তৈরির অর্ডার দিচ্ছে আবার কেউ পুরনো লেপ তোষক মেরামত করে নিচ্ছে। অপরদিকে গ্রামাঞ্চলের গৃহবধুরাও বসে নেই। নতুন লেপ তুষক তৈরি করতে না পারলেও তারা পুরনো লেপ তুষক রোদে শুকিয়ে নিয়ে ব্যবহারোপযোগী করে নিচ্ছে। শহরের মেশন মোড়, বাসষ্ট্যান্ড, মোগলহাট, বড়বাড়ি, বিডিয়ার রোড়, জজ কোর্ট এদিকে কালীগঞ্জের শিয়ালখোয়া, চাঁপারহাট,কাকিনা বাজার,সুকানদিঘী, তুষভাণ্ডার বিভিন্ন এলাকা মিলিয়ে প্রায় অর্ধশত লেপ তোষকের দোকান রয়েছে। এসকল দোকানে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ শ লোক ধুনক বা কারিগরের কাজ করছে।শীত মৌশুমের শুরুতেই দিনের বেলা কিছুটা গরম থাকলেও মধ্যরাতে ঠান্ডা বা শীত অনুভুত হয়। গত কয়েকদিন যাবত শীত পড়তে শুরু করছে। দিন দিন শীত বাড়তেই থাকবে। আর এ কারনে আগে থেকেই লেপ তোষকের দোকান গুলোতে নতুন অর্ডার বা পুরনো গুলো মেরামতের অর্ডার দিতে ভীড় করছেন ক্রেতারা। তাই অতিরিক্ত কাজ সামলাতে দিন রাত নির্ঘুম কাজ করতে হচ্ছে কারিগরদের। দোকানিরাও কারিগরদের খুশি রাখতে সচেষ্ট রয়েছে। সদর শহরের লেপ তোষকের দোকানের কারিগর মো:জালাল উদ্দিন বলেন, শীত আসার এক-দুই মাস আগে থেকেই আমরা বেশি করে লেপ, তোষক,জাজিম,গদি,বালিশ তৈরি করে মজুদ রাখি। পুরোদমে ছিজন শুরু হলে আমাদের কাজের চাপ অনেক বেড়ে যায়। নতুন অর্ডারের তুলনায় রেডিমেট লেপ তুষক বিক্রি বেড়ে যায় বেশি। এখন আমাদের ছিজন। এই ছিজনে আমরা কিছু বাড়তি রোজি করে থাকি। মনজুম মিয়ার দোকানের কারিগর আসাদুজ্জান বলেন,শীতের মৌশুমে আমরা গড়ে প্রতিদিন চার থেকে পাঁচটি লেপ অথবা তোষক তৈরি করতে পারি। প্রতিটি লেপ তৈরিতে মজুরি পাই ৮০ টাকা করে আর প্রতিটি তোষকে মজুরি পাই ১শ থেকে ১শ বিশ টাকা করে। গড়ে প্রতিদিন আমাদের মত কারিগররা দৈনিক ৪ থেকে ৫শ টাকা পর্যন্ত রোজি করে থাকে। এ ছাড়াও আমাদের মত অনেক কারিগর রয়েছে যারা দোকানিদের কাছ থেকে কম দামের উপকরন কিনে নিজেরাই লেপ তুষক তৈরি করে থাকে। পরে রাস্তায় ফেরি করে নিন্ম আয়ের মানষদের কাছে বিক্রি করে কিছুটা বাড়তি রোজি নেয়। এসকল লেপ তুষক ক্রয় করে নিন্ম আয়ের মানুষরাও খুশি। যাই হোক শীত কিছুটা হলেও নিবারন হবে।ফেরিওয়ালা আনোরুল হক সাথে কথা হলে সে জানায়,গরমের মৌশুমে আমাদের হাতে তেমন একটা কাজ থাকেনা। তখন আমাদের পরিবার পরিজনদের ভরন পোষন করতে হিমশিম খেতে হয়। কষ্ট হলেও সারাদিন রাস্তায় রাস্তায় ফেরি করে লেপ তোষক বিক্রি করে থাকি। একেক জোড়া লেপ তুষক ৬ থেকে ৮শ টাকায় বিক্রি হয়। দৈনিক ২ থেকে ৩ জোড়া লেপ তুষক বিক্রি করতে পারি। এতে প্রতিদিন ১ হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত রোজি হয়ে থাকে। এই শীতে ভাল মানের কাপড় ও তুলা দিয়ে একটি লেপ অথবা তুষক তৈরিতে লাগে ১ হাজার থেকে ১৫শ টাকা। তাই অনেকের পইে নতুন লেপ তুষক তৈরি সম্ভব হয়ে উঠে না।