লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এনিয়ে এক সপ্তাহে জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ৩০ এবং ৩ জন নিহত হন।সড়ক দুর্ঘটনা রোধে সড়ক বিভাগ ও প্রশাসন কার্যকরী ভুমিকা পালন ও অসন্তোষ বিরাজ করছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পারুলিয়া বাজার নামক এলাকায় ট্রাক চাপায়য় হতাহতের ঘটনাটি ঘটে।নিহত আমিনুর রহমান উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব-বিছনদই গ্রামের মৃত শহীদ আলী চকিদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাযায়,সোমবার সন্ধ্যার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি মালবাহী ট্রাক উপজেলার পারুলীয়া বাজার এলাকায় আসলে আমিনুর রহমানকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসময় ঘাতক ট্রাকটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত আবাসিক ডাঃ নাঈম হোসেন বলেন- ট্রাকের ঢাক্কায় আমিনু রহমান প্রচন্ড আঘাত পাওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্য (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।