
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারীতে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। জানাযায়, রোববার (০৪ ডিসেম্বর) আড়াইটার দিকে বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার খাতাপাড়ার শিল্প বিসিক নগরী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তৃতীয় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিহত শিশুটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া বিসিক নগরী এলাকায় মহাসড়ক পারাপারের সময় খাতা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মেঘনা (৮) লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের ধাক্কায় ঘটনা স্থলেই মৃত্যু হয়। মেঘনা খাতাপাড়া এলাকার মোঃ আফিয়ার রহমানের(৪৫) মেয়ে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ হরিশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।