আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয ১০ কেজি গাঁজাও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসাযীকে আটক করেছে থানা পুলিশ।
আজ শনিবার ভোররাতে উপজেলার ফকির পাডা ইউনিযনের জোরাপুকুর এলাকায় মহাসড়ক হতে ১০ কেজি গাঁজা ও একটি ট্রাক যাহার নম্বর (ঢাকা মেঃ ট ১৮-১১৭৬)।পুলিশ সুত্রে জানাগেছে, বগুড়া জেলার চাদমা গ্রামের শাহাজাহান মন্ডলের পুত্র সবুজ হোসেন (২০) ও ছোট ট্যাংড়া স্কুল গ্রামের জমসেদ আলীর পুত্র জামিল (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেন হাতীবান্ধা থানার এসআই নুর আলম ও তার সঙ্গীয় ফোর্স।হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।