
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কর্মরত আট পুলিশ সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের পদোন্নতির ব্যাচ পরিয়ে দেন পুলিশ সুপার এসএম রশিদুল হক। পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, পুলিশ বাহিনীর পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ব্যাচ পরানো হয়। লালমনিরহাটে কর্মরত চার সহকারী উপ পরিদর্শককে (এএসআই), উপ পরিদর্শক (এসআই) ও চারজন কনস্টবলকে সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্তরা হলেন- উপ পরিদর্শক পদে-রাজু আহম্মেদ, নিসার আলী, নিহারঞ্জন রায় ও মাহমুদা আক্তার। সহকারী উপ পরিদর্শক পদে-নাইন আক্তার চম্পা, খোতেজা বেগম, রহিমা আক্তার ও জাহেদুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, সহকারী পুলিশ সুপার (সার্কল) শহীদ সোহরাওয়ার্দীসহ পুলিশের কর্মকর্তারা।