লালমোহনে এডাবের উদ্যোগে প্রতিবন্ধি ব্যক্তির অধিকার সুরক্ষা আইন অবহিতকরণ শীর্ষক সেমিনার

ভোলা প্রতিনিধি : প্রতিবন্ধিতা কী, প্রতিবন্ধি ব্যক্তির আইনগত অধিকার অবহিতি, সুরক্ষা ও অধিকার সচেতনতা, প্রতিবন্ধিতা উন্নয়নে লাগসই কার্যক্রম গ্রহণ, সকল অবকাঠামো প্রতিবন্ধিতা বান্ধব নির্মাণ, প্রতিবন্ধিদের রাষ্ট্রীয় সেবা প্রাপ্তি, প্রতিবন্ধিদের পক্ষে সমাজের সকল কর্তৃপক্ষকে উৎসাহিত করণ, প্রতিবন্ধির সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক কর্মকান্ডে প্রতিবন্ধি ব্যক্তিদের যুক্ত করে দারিদ্র্য বিমোচন ইত্যাদি লক্ষ্যকে সামনে নিয়ে লালমোহনে ভোলা জেলা এডাবের উদ্যোগে “প্রতিবন্ধি ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০১৩ অবহিতকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহনে বিভিন্ন স্তরের ব্যক্তিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে এই প্রানবন্ত সেমিনার। ভোলা জেলা এডাবের সভাপতি লালমোহন দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আরিফ। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে নির্ধারিত বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয় ভিত্তিক মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও লালমোহন মিডিয়া ক্লাব সভাপতি প্রভাষক রিপন শান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিখা আফরোজ, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহ মোঃ জাহিদুল ইসলাম নবীন, উপজেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক তপতী সরকার প্রমুখ। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, দৈনিক সময়ের চিত্র সম্পাদক এআরএম মামুন প্রমুখ। লালমোহন সাংবাদিক সমিতির সভাপতি এসবি মিলনের স ালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডাব ভোলা জেলা শাখার সভাপতি মোঃ ইউনুছ মিয়া। বাংলাদেশে এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব সম্পর্কে ধারনা মূলক বক্তব্য উপস্থাপন করেন এডাবের কেন্দ্রীয় কর্মসূচী সমন্বয়ক কাওসার আলম কনক। মূল প্রবন্ধ পাঠ করেন এডাব কর্মী মোঃ মোরশেদ রুবেল। টেকসই ও একীভূত সমাজ গড়ার প্রয়াসে আয়োজিত সেমিনারের মূল প্রবন্ধ থেকে জানা যায়, বিশ^ স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে একশো কোটিরও বেশি প্রতিবন্ধি ব্যক্তি রয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে এই জনগোষ্ঠির সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশে বর্তমানে প্রতিবন্ধি ব্যক্তির সংখ্যা প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ। সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে প্রতিবন্ধিতার সংজ্ঞ্যা নিরুপন করা হয়েছে এভাবে- প্রতিবন্ধিতা অর্থ যে কোন কারণে সংঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে কোন ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকুলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব, যার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পুর্ণও কার্যকর অংশগ্রহনে বাধাপ্রাপ্ত হন। প্রতিবন্ধি ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে ১২ রকমের প্রতিবন্ধিতা শ্রেণি বিন্যাস চিহ্নিত করা হয়েছে। সেমিনারে বক্তাগন বলেন প্রতিবন্ধি ব্যক্তি আমাদের পরিবার কিংবা সমাজেরি একজন। আমাদের আচরণ এমন হওয়া উচিত নয় যাতে তারা মনে কষ্ট পায়। একটু ¯েœহ বা সুযোগ পাল্টে দিতে পারে প্রতিবন্ধিদের জীবন। সেমিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আরিফ জানান, অতীতে প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন ভাতা বিতরণে কিছু অনিয়ম ও অসংগতি থাকলেও ভবিষ্যতে এই সমস্ত ভাতা বিতরণে কোন প্রকার অনিয়ম ও অসংগতি সহ্য করা হবেনা।