লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় মটরসাইকেল আরোহী নিহত

এম এ হান্নান,ভোলা : লালমোহনে যাত্রীবাহি বাস চাপায় নুরুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হন। বুধবার (৭) ডিসেম্বর) দুপুর ১১.৪৫ এ দূর্ঘটনা ঘটে। নুরুল ইসলাম উপজেলার গজারিয়া এলাকার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭নং ওর্য়াডের মৃতঃ আঃ হক মোড়লের ছেলে। পুলিশ ও স্থানীয় জানান, নুরুল ইসলাম বুধবার দুপুর ১১টার দিকে মটরসাইকের চালিয়ে গজারিয়া বাজার থেকে নিজ বাড়িতে আসছিল। সে ভোলা টু চরফ্যাসন মহাসড়কের নুরুল ইসলাম মোড়লের বাড়ির কাছে মালেগো রাস্থার মাথায় আসলে পিছন থেকে চরফ্যাসন-ভোলা গামী যাত্রীবাহি বাস রয়েল বেঙ্গল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার মৃতঃ ঘোষনা করেন। সে লালমোহন উপজেলার গজারিয়া এলাকার সোনালী মৎস্য হ্যাচারির মালিক। লালমোহন থানার অফিসার ইনচার্জ দায়িত্বে পরিদর্শক তদন্ত মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।