ফারুক ও ফরিদের অবস্থা আশংকা জনক
লালমোহন প্রতিনিধি॥
লালমোহনে জমি জমা বিরোধের জের ধরে সুপারি পারাকে কেন্দ্র করে অতর্কিত হামলা একই পরিবারের পাচঁ জনকে জখম করা হয়েছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া সাকিনের ৮নং ওয়ার্ডের মুক্কু হাওলাদার বাড়ীতে রবিবার দিকে এ ঘটনা ঘটে। আহতদের লালমোহন হাসপাতাল আনা হলে ফারুক ও তার পুত্র ফরিদের অবস্থা আশংকাজনক বিধায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জানা গেছে, মক্কু হাওলাদার বাড়ির ফারুক ও জাফরদের মধ্যে দীর্ঘ দিন যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ফারুকদের বাড়িতে ফারুকের অপর শরিকদার থেকে জাফর খরিদ সূত্রে মালিক হন বলে জানা যায়। পূর্ব পুরুষের আমল থেকে রেকর্ডীয় ও খরিদ সূত্রে মালিক ভোগদখলকার ফারুকের দখলীয় বাগ বাগিচা জমি থেকে ফারুককে উচ্ছেদ করে দখলে নেওয়ার জন্য জাফর দীর্ঘদিন যাবত পায়তারা দিতে থাকে। ঘটনার পূর্বদিন শনিবার ফারুক তার বাগানে সুপারি পারতে গেলে জাফর বাধা দেয়। জাফরের বাধা মেনে ফয়সালার সার্থে ফারুক চলে আসে। কিন্তু পরের দিন রবিবার জাফর সে বাগানে সুপারি পারতে যায়। এ সময় ফারুক এসে বললো আমার লাগানো গাছের আমার বাগানের সুপারি আমি পারতে গেলে গত কাল আপনি বাধা দিছেন। কথা ছিল ফয়ছালায় বসার। তানা করে আপনি সুপারি পারেন কেন? ফারুক কিছু বুঝে উঠার আগেই জাফর, সাগর, আনিচল , জাহাঙ্গির, সুলতান, আহছান উল্ল্যাহ, বেলাল, নাজিম, বজলু, সিরাজ, মিরাজ, চাঁন মিয়া সহ একটি গ্র“প দা ছেনি লোহার রড লাটি ছোটা নিয়ে এলোপাতারি মারপিট শুরু করে। তাকে উদ্ধার করতে এলে তার পুত্র ফরিদ, হাসনাইন, হুমাউন ও স্ত্রী ফাতেমা বেগমকে এলোপাতারি পিটিয়েও কুপিয়ে জখম করে। হামলাকারীরা ফারুকের লুট পাট করে বলেও জানা যায়। ফাতেমা বেগমকে টানা হেছড়া করে শ্লীলতা হানী করার অভিযোগ রয়েছে। আহতদের মধ্যে ফারুক ও ফরিদের অবস্থা আশংকা জনক। মারপিটের এ ঘটনায় জাফর লালমোহন থানায় আটক রয়েছে জানা গেছে।