ক্রীড়া ডেস্ক : সাধারনত ফুটবলে খেলোয়াড়দের গুরুতর অপরাধের জন্য লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারিরা। তবে ফুটবলের পাশাপাশি এবার ক্রিকেটেও লাল কার্ডের প্রচলন দেখতে পারেন ক্রীড়ামোদিরা।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি মনে করছে সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য সব ধরণের ক্রিকেটে লাল কার্ডের প্রচলন দরকার। সেটা ক্লাব পর্যায় থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও হতে পারে। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়, আম্পায়ার, অফিসিয়াল কিংবা দর্শকদের সঙ্গে অপেশাদার আচরণের জন্য লাল কার্ডের নিয়মের জন্য সুপারিশ করেছে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।
বর্তমানে অপেশাদার আচরণের জন্য নিষেধাজ্ঞাসহ বিভিন্ন জরিমানার বিধান রয়েছে ক্রিকেটে। নতুন লাল কার্ডের বিধান নিয়ে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক ব্রিয়ারলি জানান, ‘এটা আইনের প্রশংসনীয় কঠোর একটি পরিবর্তন। আম্পায়ারদের সম্মান করতে হবে এবং তাদের সেরা সুযোগটা দিতে হবে। এই নিয়ম প্রচলনের মধ্য দিয়ে ক্রিকেটে আরও বেশি গতি আসতে পারে। এটার প্রয়োগ হলে মাঠে কেউ কাউকে ব্যাট দিয়ে আঘাত করা কিংবা ঘুষি দেওয়ার জন্য তেড়ে যাবে না। লাল কার্ড কেবল গুরুতর অপরাধের জন্য ব্যবহৃত হবে।’