
‘তাকদীর’ ওয়েব সিরিজটি নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকীর যৌথ পরিচালনায় ও চিত্রনাট্য এ অভিনয় করেন চঞ্চল চৌধু্রী। চঞ্চল চৌধু্রীর ফ্রিজার ভ্যানে একটি মরদেহ। রক্তাক্ত মরদেহ দেখে আতকে উঠে চঞ্চল। কিন্তু কার মরদেহ এটি? কোথা থেকে এলো? এই লাশ নিয়ে বিপদে পড়েন চঞ্চল। লাশ দেখে বোঝা যাচ্ছে এটি হত্যা। এমন দৃশ্য দেখা যায় ‘তাকদীর’ নামে ওয়েব সিরিজে।
৬ ডিসেম্বর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হইচইয়ে ‘তাকদীর’ ওয়েব সিরিজের ট্রেইলার মুক্তি পেয়েছে। দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে খুন আর লাশ নিয়ে চঞ্চল চৌধুরীর সংকটে পড়ার বিষয়টি ফুটে ওঠেছে। ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করলেন চঞ্চল।