লা লিগার শিরোপা কারঃ রিয়াল না বার্সা?

ক্রীড়া ডেস্ক : টানটান উত্তেজনায় ঠাঁসা এল ক্লাসিকোটি জিতে নিয়েছে বার্সেলোনা। রিয়ালের মাঠে এল ক্লাসিকো জয় দারুণ স্বস্তি দিচ্ছে বার্সার সমর্থকদের। এই জয় যে তাদের টিকিয়ে রেখেছে শিরোপা জয়ের দৌঁড়ে। কিন্তু শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের চেয়ে যে একটি ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। তবে বার্সেলোনা তাদের শেষ পাঁচ ম্যাচের চারটিই খেলবে ঘরের মাঠে। অন্যদিকে রিয়াল তাদের শেষ ছয় ম্যাচের মাত্র ২টি খেলবে ঘরের মাঠে। চারটি খেলবে প্রতিপক্ষের মাঠে।

শেষ পাঁচ ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ওসাসুনা, এস্পানিওল, ভিয়ারিয়াল, লাস পালমাস ও এইবার। এর মধ্যে ভিয়ারিয়াল পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে, এইবার অষ্টম, এস্পানিওল নবম ও লাস পালমাস ত্রয়োদশ স্থানে রয়েছে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের শেষ ছয় ম্যাচের প্রতিপক্ষ হল দেপোর্টিভো লা করুনিয়া, ভ্যালেন্সিয়া, গ্রানাডা, সেভিয়া, মালাগা ও সেল্টা ভিগো। এর মধ্যে সেভিয়া রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে, সেল্টা ভিগো রয়েছে দশম স্থানে, ভ্যালেন্সিয়া রয়েছে দ্বাদশ স্থানে, মালাগা চতুর্থদশ, দেপোর্টিভো লা করুনিয়া ১৬তম ও গ্রানাডা রয়েছে ১৯তম স্থানে। এর মধ্যে ভ্যালেন্সিয়া ও সেভিয়া রিয়ালের মাঠে এসে খেলবে। বাকি চারটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে রোনালদো-বেনজেমাদের। এমনকী সেল্টা ভিগোর বিপক্ষের শেষ ম্যাচটিও!

রিয়ালের সামনে লা লিগা ছাড়াও উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের মতো শক্তিশালী দল। সেক্ষেত্রে বার্সেলোনার এই চাপ নেই। তারা ধ্যানেজ্ঞানে এখন কেবল লা লিগার উপরই গুরুত্বারোপ করতে পারবে। এই দিক বিবেচনায় লা লিগার শিরোপার দৌড়ে রিয়ালের চেয়ে খুব একটা পিছিয়ে নেই বার্সা। রিয়ালকে পেছনে ফেলে লা লিগার শিরোপা লুইস এনরিকের শিষ্যরা জিতে নিলে সেটা অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে এক ম্যাচ হাতে থাকা রিয়ালকে পেছনে ফেলে বার্সা যদি লিগ শেষও করে, তবে শেষ ম্যাচে সেল্টা ভিগোকে হারিয়ে শিরোপা জিতে নেওয়ার সুযোগ থাকতে পারে রিয়ালের সামনে। তবে এক্ষেত্রে জিনেদিন জিদানকে কঠিন পরীক্ষা দিতে হবে। তিনি তার খেলোয়াড়দের দিয়ে কিভাবে চ্যাম্পিয়নস লিগের ট্রফি অক্ষুন্ন রাখার পাশাপাশি লা লিগার শিরোপাটাও বগলদাবা করেন সেটাই এখন দেখার বিষয়।

আশঙ্কার বিষয় হচ্ছে দুই ডালে পা দিয়ে শেষ পর্যন্ত রিয়ালের না পা হড়কায়!