লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ডের সৃষ্টি

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ডের সৃষ্টি। শনিবার রাতে নতুন এক কীর্তি গড়লেন রেকর্ডের এ বরপুত্র।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়ে একটি গোল করেন মেসি। ক্যাম্প ন্যুতে চমৎকার ওই ফ্রি-কিকেই বার্সার হয়ে নতুন ইতিহাস লেখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এই গোলের মধ্য দিয়ে লা লিগায় ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন আর্জেন্টিনা অধিনায়ক।

এর আগে ফ্রি-কিক থেকে পাওয়া ২৬ গোল নিয়ে বার্সেলেনায় শীর্ষ স্থানটি ধরে রেখেছিলেন ক্লাবটির প্রাক্তন ডিফেন্ডার রোনাল্ড কোয়েম্যান। গতকাল ২৭তম গোলটি করে বার্সার হয়ে ফ্রি-কিকের গোলের হিসেবে তাকে ছাড়িয়ে যান মেসি।

এর আগে কোপা দেল’রের ম্যাচে ফ্রি-কিকে গোল করে কোয়েম্যানের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এবার লা লিগার ম্যাচে গোল করে রেকর্ডটি নিজের করে নেন তিনি। নিজের রেকর্ড ভেঙে দেওয়ায় মেসিকে অভিনন্দন জানিয়েছেন এভারটনে কোচের ভূমিকায় থাকা ডোনাল্ড কোয়েম্যান।