লিক্ষিয়াং ঝর্ণা

লিক্ষিয়াং ঝর্ণা বা লিক্ষ্যং ঝর্ণা উভয় নামেই এটি পরিচিত। বান্দরবানের সবচেয়ে অপরিচিত এক সৌন্দর্য্য। এই ঝর্ণা খুব কম মানুষেরই দেখা। উচ্চতার দিক দিয়ে লিক্ষ্যং ঝর্ণা বাংলাদেশের ৪র্থ।

 

ঝর্ণাটি রেমাক্রি থেকে দূরে ছোট এক গ্রামে অবস্থিত। রেমাক্রি থেকে নৌকায় গ্রুপিংপাড়ায় এলাম। পাড়া থেকে ভেতরে ঢুকে যেতেই শুরু হয় জঙ্গল। চারপাশের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর।

প্রায় ১৫ মিনিট চলার পর ধীরে ধীরে উঁচুতে উঠা শুরু। ২০ মিনিটের কাদাপানির পথ পেরিয়েই সোজা ঝিরিপথের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। শুরুতে নিরাপদ হলেও কিছুক্ষণের মধ্যেই সেই পথ ভয়ংকর পথের রূপ নেয়। প্রায় ৩০ মিনিট চলার পর শুরু পাহাড়ি পথ।

প্রায় ৩০০ ফুটের কাছাকাছি এই পাহাড়। লিক্ষিয়াং এর ট্রেইলটি বেশ সুন্দর। দুপাশ দিয়ে বড় বড় পাহাড়ের ২টি ঝিরিপথ নেমে এসেছে মাঝখানে ছোট ছোট খুমের মতো জায়গায় গিয়ে মিলে। লিক্ষিয়াং ঝর্ণার রাস্তা কিছুটা দুর্গম হলো মনোবল থাকলে এই ঝর্ণার যাত্রাটি খুব সহজ হয়ে উঠে।