নিজস্ব প্রতিবেদক, সাভার : পুলিশের মহাপরিদর্শক একে এম শহিদুল হক বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।
সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
একে এম শহিদুল হক বলেন, খুনিরা বর্তমানে নজরদারিতে রয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছ। যে মোটরসাইকেলে খুনিরা এসেছিল, সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এর আগে পুলিশের মহাপরিদর্শক শিল্প-পুলিশে নিয়োগ পাওয়া নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টশন কোর্সের সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।