 
		  ক্রীড়া ডেস্ক : সমঝোতা হয়েছিল আগেই। এবার রোমেলু লুকাকুকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
এভারটন থেকে লুকাকুকে দলে ভেড়াতে ৭৫ মিলিয়ন পাউন্ড গুনতে হবে ম্যানইউকে। ব্লকবাস্টার এ চুক্তিতে শীঘ্রই ওল্ড ট্রাফোর্ডে যোগ দেবেন তিনি। বেলজিয়াম এ তারকার প্রতি বেশ আগ্রহী রয়েছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো।
জ্লাতান ইব্রাহিমোভিচের জায়গায় আক্রমনে দুর্দান্ত একজন ফরোয়ার্ড খুঁজতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।গত এপ্রিলে হাটুতে গুরুতর চোটের পর ম্যানইউর সঙ্গে চুক্তি নবায়ন করেননি সুইডিশ এ তারকা। দলবদলের মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ তারকা আলভারো মোরাতার কথা জানিয়ে আসছিল ক্লাবটি। মোরাতার কথা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকলেও বেলজিয়াম স্ট্রাইকার লুকাকুকেই দলে নেওয়ার কথা নিশ্চিত করল ম্যানইউ ও মরিনহো।
২০১৬-১৭ মৌসুমে এভারটনের হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন লুকাকু। ২৫ গোল নিয়ে গোল্ডন বুট জয়ী হ্যারি কেনের পর দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। ২০১৪ সালে চেলসি ছাড়ার আগে হোসে মরিনহোর অধীনে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে এক বছর খেলেছিলেন এ তারকা ফুটবলার।



 
			 
			 
			 
			