লেবার পার্টির ইশতেহারের খসড়া ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন উপলক্ষে করা লেবার পার্টির ইশতেহারের খসড়া ফাঁস হয়ে গেছে।

এর খসড়া পরিকল্পনায় বিদ্যুৎ ও জ্বালানি শিল্পের অংশবিশেষ জাতীয়করণ করা এবং টিউশন ফি কমানোর কথা বলা হয়েছে।

ফাঁস হওয়া এ খসড়ায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রেলওয়ে জাতীয়করণ করা এবং ট্রাইডেন্ট অস্ত্র ব্যবস্থার সংস্কার করা ও সুনির্দিষ্ট চুক্তি ছাড়া ইইউ ত্যাগ করবে না লেবার পার্টি।

খসড়া ইশতেহার ফাঁস হওয়া নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। ছায়া চ্যান্সেলর বলেছেন, এটি ‘হতাশাজনক’ ঘটনা। তবে টরি পার্টি লেবারদের খসড়া ইশতেহারের নিন্দা করেছে।

খসড়া ইশতেহারে আর যেসব বিষয় উঠে এসেছে-

১। আগামী সংসদ মেয়াদে সমাজ সেবায় অতিরিক্ত ৮ বিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে।

২। অভিবাসন নিয়ে ‘ভুয়া প্রতিশ্রুতি’ করা হবে না।

৩। ট্রাইডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে যেকোনো নেতাকে ‘অধিকতর সতর্কতা’ অবলম্বন করতে হবে। তবে জেরেমি করবিন এর বিরোধিতা করেছেন।

৪। ট্রেন ইউনিয়নের অধিকার বৃদ্ধি এবং দেশজুড়ে কর্মক্ষেত্রে ট্রেন ইউনিয়ন বাড়ানো। গত বছরের ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বাতিল করা।

৫। তথাকথিত ‘জিরো আওয়ার্স’ চুক্তির বৈধতা বাতিল করা।

৬। উচ্চ আয়ের কর্মকর্তাদের ওপর আয়কর ৫ শতাংশ বাড়িয়ে জাতীয় স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানো।

৬। আবাসনের জন্য বছরে কমপক্ষে ১ লাখ পরিষদ ও গৃহ নির্মাণ করা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন