শতাধিক কারখানা বন্ধ অ্যাকর্ড অ্যালায়েন্সের কারণে

নিজস্ব প্রতিবেদক : অ্যাকর্ড অ্যালায়েন্সের মনগড়া রিপোর্টের কারণে শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

সুলতান বাহার বলেন, ‘অ্যাকর্ড অ্যালায়েন্সের মনগড়া রিপোর্টের কারণে লাখো শ্রমিক আজ বেকার হয়ে গেছে। বায়াররা আমাদের দেশীয় পণ্যের ন্যায্য মূল্য দিচ্ছে না। এটা দেশের পোশাকশিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ।’

তিনি আরো বলেন, ‘২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর দেশের শিল্পে কর্মস্থলের নিরাপত্তার নামে বিদেশি সংস্থা অ্যাকর্ড অ্যালায়েন্স এদেশে আসে। তখন আমরা মনে করেছিলাম, কর্মক্ষেত্রে নিরাপত্তায় তারা কার্যকর ভূমিকা পালন করবে। উল্টো নিরাপত্তা নিশ্চিত না করে তারা আমাদের শতাধিক কারখানা বন্ধ করে দিলেন। চলতি বছরে শুধু ঢাকাতেই ৬৪টি কারখানা বন্ধ হয়ে গেছে। এ কারণে শ্রমিকরা আজ বেকার হয়ে পড়ছে।’

এ সময় তিনি আগামী ২০১৮ সালের মে মাসের পর থেকে অ্যাকর্ড অ্যালায়েন্সকে যেন দেশে কাজ করতে অনুমতি না দেওয়া হয় সরকারের প্রতি সেই দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক গাজী মো. নুরে আলম, সহ-সাধারণ সম্পাদক মায়া আক্তার প্রমুখ।