শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও চারজন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চারজন কমিশনার।

বুধবার বেলা ৩টা ১০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান। এ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় আপিল বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন।

সিইসির সঙ্গে শপথ নেওয়া অন্য চার নির্বাচন কমিশনার হলেন-প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, প্রাক্তন সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

শপথ গ্রহণের পর বিকেল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সরাসরি আসবেন কমিশনাররা।