শরণার্থী চুক্তি নিয়ে ট্রাম্প-টার্নবুলের মতানৈক্য

আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থী চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ও ম্যালকম টার্নবুলের মধ্যে চরম মতানৈক্য দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার শরণার্থী চুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে ফোন দেন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প এই ফোনালাপকে ‘ভীষণ বাজে’ বলে অভিহিত করেছেন। ক্ষমতা গ্রহণের পর বিশ্বনেতাদের সঙ্গে এত দিন তার যে ফোনালাপ হয়েছে, তার মধ্যে টার্নবুলের সঙ্গে আলোচনাই সবচেয়ে খারাপ হয়েছে। যে কারণে আলাপ সংক্ষেপ করেন ট্রাম্প।

এক টুইটে ট্রাম্প জানিয়েছেন, অকেজো এই চুক্তি পর্যালোচনা করে দেখছেন তিনি। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ১ হাজার ২৫০ জন যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার কথা। চুক্তি অনুযায়ী ওই সব শরণার্থীকে রাখতে চাইছে না অস্ট্রেলিয়া।

বুধবার ফোনালাপের সময় টার্নবুল জানতে চান, শরণার্থী চুক্তির ভবিষ্যৎ কী। বিশেষ করে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির কী হবে, তা জানতে চান তিনি। এ নিয়ে ট্রাম্প ও টার্নবুলের মধ্যে কোনো সমঝোতা হয়নি।