শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

শরীয়তপুরের সখিপুর উপজেলায় ঘর ভেঙে ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর সখিপুরের মাধু সরকার কান্দি এলাকার রেজাউল মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই মনসুর মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে মনসুর মোল্লা লোকজন নিয়ে রেজাউলের একটি টিনের ঘর ভেঙে ফেলে। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পরে সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।