শরীরের বিভিন্ন অঙ্গ দেখে মানুষ চেনার উপায়

সমুদ্রশাস্ত্র আসলে বহু মানুষের উপরে গবেষণা করে পণ্ডিতদের করা কিছু সিদ্ধান্ত। একটা সময়ে সমুদ্রশাস্ত্রের বিধান অনুযায়ী মানুষের চরিত্র বিচার করা হত বলে জানা যায়।

সেই শাস্ত্র অনুসারে একজন মানুষের গলার গঠন পর্যবেক্ষণ করে তার চরিত্র সম্পর্কে বোঝা যায়। ঠিক যেমন মানুষের মুখ দেখে মনের ভাব বোঝার চেষ্টা করি সেভাবেই। কে ধনী আর কে অর্থকষ্টে ভোগে সবটাই বোঝা সম্ভব ঘাড়-গলার গঠন দেখে। কে বিশ্বাসী আর কে বিশ্বাস ভাঙতে পারে তাও বলে দেয় ‘গলা’।

সমুদ্রশাস্ত্র অনুসারে, যার গলা যত বেশি লম্বা সে ততটাই ভোগ-বিলাসী। লম্বা গলার মানুষদের বিলাস-দ্রব্যের প্রতি আকর্ষণ বেশি। এঁরা বিলাসিতার জন্য অনেক অর্থ খরচ করতে পারেন। দামি পোশাক এবং সুগন্ধির আকর্ষণ এঁরা এড়াতে পারেন না। এঁরা অনেক সময় অর্থকষ্টেও পড়েন। অর্থের প্রাচুর্য থাকলেও এঁরা অতিরিক্ত খরচ করে সমস্যায় পড়েন।

গলার গড়ন তুলনায় ছোট হলে ভাগ্য সব সময়ে তাদের সহায় থাকে। এঁরা হিসেবি ধরনের মানুষ হন। খুব বৈষয়িক স্বভাবের হয় থাকেন। বাইরে থেকে এঁদের চালাক মনে হলেও সব সময়ে সেটা সঠিক হয় না।যাঁদের ঘাড়ে অর্থাৎ, গলার পিছনে শিরা স্পষ্টভাবে দেখা যায় তাঁদের জীবনে বারবার অর্থকষ্টে পড়তে হয়। ঘাড় যত সুন্দর হবে সেই ব্যক্তি তত ধনবান হবেন। চারিত্রিকভাবে এঁরা ঋজু। সোজাসাপটা কথা বলা পছন্দ করেন।

অনেকের ঘাড় বাঁকা দেখা যায়। এঁরা খুব চালাক ও স্বার্থপর হন। একের কথা অন্যের কাছে ফাঁস করে দেন।