শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে হোসেন খান নামে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বড়কান্দি ইউনিয়নের বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শফি খলিফা এবং বর্তমান চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বোমার আঘাতে শফি খলিফা গ্রুপের হোসেন খান ঘটনাস্থানেই নিহত হন।
শরীয়তপুর সদর সার্কেলের এএসপি তানভীর হায়দার শাওন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।