
নিউজ ডেক্সঃ দুই দফা দাবি আদায়ে আজ শনিবার থেকে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অনশন শুরু করেন। সারাদেশ থেকে প্রায় তিন হাজার সদস্য এতে অংশ নিয়েছেন। এরআগে গত ১০ ডিসেম্বর রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবশেরে পর এক সংবাদ সম্মলেনে এই র্কমসূচরি ঘোষণা দিয়েছিল। কিন্তু সরকাররে উচ্চ পর্যায়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি কিছুদিন স্থগিত ছিল। তবে দাবি আদায়ে আজ থেকে আবারো আমরণ অনশন র্কমসূচি শুরু করেন তারা। ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের দুই দফা দাবি হচ্ছে- চাকরি স্থায়ীকরণ ও জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণ।
দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ফোরামের নেতারা। ফোরামের সভাপতি মো: হাসিম উদ্দিন বলেন, চার হাজার ৫৪৭টি ডিজিটাল সেন্টারে ৯ হাজার ৯৪ জন উদ্যোক্তা কাজ করেন। আমরা ইতোমধ্যে দফায় দফায় আন্দোলন করেও সরকাররে সংশ্লিষ্টদের কোনো আশ্বাস আমরা পাইনি। তাই হাজারো পরিবারের কথা বিবেচনা করে আমরা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে অনশন পালনে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি