শানীন গ্রুপের চুরি করে নিয়ে যাওয়া ৬৩ লাখ টাকার মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : শানীন গ্রুপের চুরি করে নিয়ে যাওয়া ৬৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ফরিদ উদ্দিন জানান, সোমবার ঢাকা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদে শামসু ওরফে ডাকাত শামসু, ডাকাত হুমায়ুন কবির, ডাকাত শাহিন রানা, ডাকাত শাহিন, ডাকাত হুমায়ূন, ফারুক, সাইদ ভুঁইয়া ওরফে শ্যামল এবং মো. মোশারফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর-ডাকাত। তারা ৯ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা- চট্রগ্রাম হাইওয়ের মাতুয়াইল এলাকায় থেকে ওই গ্রুপের কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারকে ওষুধ সেবন করিয়ে অচেতন করে। পরে ভ্যানে থাকা বিদেশে রপ্তানিযোগ্য কাপড় চুরি কর নিয়ে যায়। কাপড়গুলো উত্তরার সায়মনের কাছে বিক্রি করে। পরে উত্তরার ১০ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান উপকমিশনার মো. ফরিদ উদ্দিন।