ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।
এদিকে বিএনপির এই অসুস্থ নীতি নির্ধারককে দেখতে দলের কেন্দ্রীয় কোনো নেতাই হাসপাতালে যাননি। তবে অবসরপ্রাপ্ত কয়েকজন সামরিক কর্মকর্তা তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বলে জানিয়েছেন হান্নান শাহের এপিএস মমতাজউদ্দিন।
হান্নান শাহের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে বুধবার দুপুরে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘সকালে অল্প সময়ে জন্য হাত-পা নেড়েছেন স্যার। এরপর আবারো আগের মতোই আছেন।’
নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসে পানি জমে যাওয়া, শ্বাসকষ্ট ও আরো রোগের কারণে তার শারীরিক অবস্থার হঠাৎ এই অবনতি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়।