শাহজাদপুরে ট্রাকচাপায় কৃষক মৃত্যু

জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার চর বেলতৈল গ্রামের আহসান মণ্ডলের ছেলে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, একটি বাঁশ বোঝাই ভ্যানে চেপে বাড়িতে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। ভ্যানটি বিসিক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ভ্যানের আরোহী সাইফুল গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।