
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি অস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
আটক দুজন হলেন আনিস ও মনির।
মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সোহেল রহমান।
তিনি জানান, মঙ্গলবার সকালে তারা এমিরেটস এয়ারলাইনসে করে ঢাকায় আসেন।
এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে ডেকেছে ঢাকা কাস্টম।