শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৫০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

এ সময় মোহাম্মদ শুয়াইব উদ্দিন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়, সব সিগারেট যাত্রী মোহাম্মদ শুয়াইব উদ্দিন এনেছেন। তিনি দুবাই-কাতার-ঢাকা ফ্লাইটযোগে শুক্রবার ভোরে ঢাকায় অবতরণ করেন। সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখেন এবং বেল্ট নম্বর ৪ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে যাওয়া হয়। আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়।