
নিজস্ব প্রতিবেদক : দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬১ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে ওই বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৮.৪০ লাখ টাকা।
আটককৃত সিগারেট ৩০৬টি কার্টনে পাওয়া যায়, যার মধ্যে ২৫৮ কার্টন ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের ও ৪৮ কার্টন ইউকের বেনসন অ্যান্ড হেজেজ ব্র্যান্ডের।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারি এলাকার আরফান উদ্দিন রনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের EK586 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রী ৪ নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার দুটি লাগেজ খুলে ৬১ হাজার ৬০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়।