নিজস্ব প্রতিবেদক : দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ টাকার ১১৫টি থ্রিডি চশমা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে জাহিদ হোসেন নামের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে বেবি ডায়াপারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে আনা এসব থ্রিডি চশমা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, চট্টগ্রামের বাসিন্দা মো. জাহিদ হোসেন এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটযোগে বিকেল সাড়ে ৫টায় ঢাকায় আসেন। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। তার ব্যাগেজ তল্লাশি করে এসব থ্রিডি চশমা জব্দ করা হয়।
এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে দুটি স্যামসাং জে৫ মোবাইল, ২৫টি যৌন উত্তেজক ট্যাবলেট, ৫৪টি নিউরোবিন ইনজেকশন, ১০ পিস বাবা জর্দা এবং তিন বোতল রেড লেবেল ওয়াইন পাওয়া যায়। এগুলো যাত্রী ঘোষণা ছাড়া খালাসের চেষ্টা করে।
যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী, আমদানি নীতি আদেশ অনুসারে কোনো পণ্য বাণিজ্যিক পরিমাণে আমদানি করা হলে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র উপস্থাপন সাপেক্ষে ন্যায় -নির্ণয়নপূর্বক প্রদেয় সমুদয় শুল্ক ও জরিমানা পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য।
ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।