
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ লাখ টাকার মোবাইল এক্সেসরিজ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার মোবাইল এক্সেসরিজের ওই চালান জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুল্ক গোয়েন্দার নিকট গোপন সংবাদ ছিল চীন থেকে আসা মোবাইল এক্সেসরিজের পণ্য চালানটিতে ঘোষণার অতিরিক্ত পণ্য খালাস নেওয়া হবে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল এয়ারকার্গো ইউনিটের এক নম্বর গেইটের বাইরে অবস্থান নেয়। বেলা সাড়ে ১২টায় পণ্য চালানটি খালাসকালে আটক করা হয়। চালানটির আমদানিকারক এস কে ইন্টারন্যাশনাল ও সিএন্ডএফ এজেন্ট লাবিবা এন্টারপ্রাইজ। চালানে মোট ৪৮৫টি কার্টন ছিল।
সূত্র আরো জানায়, চালানে আমদানিকারকের ঘোষণার চেয়ে অতিরিক্ত ১২০.৫৭ কেজি মোবাইল এলসিডি আছে। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী পণ্যের মূল্য ৪.৫ লাখ টাকা। এর বিপরীতে প্রাথমিকভাবে ২৩.৬৮ লাখ টাকা শুল্ককরাদি পরিশোধ করা হয়েছিল। শুল্ক গোয়েন্দার হস্তক্ষেপের কারণে পরবর্তী সময়ে তাদের জরিমানাসহ সর্বমোট প্রায় ২৬.২৮ লাখ টাকা শুল্ককরাদি পরিশোধ করতে হয়। অর্থাৎ চালানটিতে প্রায় ২.৬০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল। অতিরিক্ত আদায়কৃত টাকা সোনালি ব্যাংকের রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদাণ করা হয়েছে।
অতিরিক্ত শুল্ক আদায়ের পাশাপাশি এয়ারকার্গো কমপ্লেক্সে এই পণ্য খালাসে যারা জড়িত ছিলেন তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা।