শাহজালালে ৩৭২ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ১৮টি মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭২ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ১৮টি মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে চার যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ওই সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জব্দ করা সিগারেটের মধ্যে ছিল ২৭৭ কার্টন ইন্দোনেশিয়ার ব্লাকব্র্যান্ডের এবং ৯৫ কার্টন ইন্দোনেশিয়ার গুদাং গরম ব্র্যান্ডের এবং ১৮টি মোবাইল ফোন এম আই ব্র্যান্ডের। শুল্ক করসহ সিগারেটের বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৭৬ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারিতে রাখে। যাত্রীরা ৬ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের আটটি লাগেজ খুলে ৭৪ হাজার ৪০০ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেট ৩৭২টি কার্টনে ছিল।

যাত্রীরা হলেন- বরিশালের মো. জসিম, ভোলার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জের রিপন ও মাজহারুল ইসলাম। তারা মালয়েশিয়া থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩১৪ ফ্লাইটে ঢাকায় আসেন।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এভাবে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।