শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি সোনার বার জব্দ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকালে ওমানের মাস্কট থেকে আগত রিজেন্ট বিমানের বাথরুম থেকে ওই সোনা উদ্ধার করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকায় অবতরণ করার পর রিজেন্টে ওই বিমান তল্লাশি করে বাথরুম থেকে ছয় কেজি ৯০০ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

তদন্ত শেষে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।