
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩৬৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়।
আটককৃত ইমাম হোসাইন তুষারের (৩০) গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। একটি লাগেজের ভেতর দুটি বড় কার্টনভর্তি সিগারেট আনার দায়ে তাকে আটক করা হয়।
জানা যায়, ভোরে দুবাই থেকে আসা জি৯-৫১৭ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। এ সময় ওই যাত্রীর গ্রিন চ্যানেল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে তার লাগেজ খুলে মোট ৩৬৩ কার্টন সিগারেটসহ তাকে আটক করা হয়। জব্দ করা সিগারেট ৩০৩ ব্র্যান্ডের বলে জানা গেছে।
তার কাছ থেকে উদ্ধারকৃত এসব সিগারেট কাস্টমস কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, ইমাম হোসাইননের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।