শাহজাহানপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে চলন্ত বাসে ওঠার সময় পড়ে গিয়ে আবু বক্কর (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের চানমরি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সড়ক ও জনপদ বিভাগের তেজগাঁও অফিসে সহকারী হিসেবে কাজ করতেন। খিলগাঁও থানা এলাকার নন্দীপাড়ার ৬ নম্বর রোডের ৬২ নম্বর বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে তিনি চানমরি ক্রসিংয়ের সামন থেকে একটি চলন্ত বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় বাসটি দ্রুত এগিয়ে গেলে তিনি সেখানে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।