শাহবাগে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হরতাল থেকে ১১ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল চলাকালে রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে প্রগতিশীল ছাত্র জোট। এ সময় তারা শাহবাগ মোড়ে কিছু বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেয় ও পিকেটিংয়ের চেষ্টা করে। পরে পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে আবার হরতাল সমর্থকরা জড়ো হতে থাকে। এতে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে।

প্রসঙ্গত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মঙ্গলবার সকাল ৬টা থেকে এ অর্ধদিবসের হরতাল পালন করছে।