শাহবাগে যুবদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থেকে মো. জনি (২৯) নামের এক যুবদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে শাহবাগ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়।

জনি ২৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘জনি কীভাবে মারা গেছেন কিংবা কেউ তাকে হত্যা করেছে কি না, তা এখনো জানা যায়নি। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’

নিহতের ভাই নয়ন বলেন, ‘খবর পেয়ে ঢামেক হাসপাতালে যাই। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা বলতে পারছি না। ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতাও ছিল না।’