
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নুরুল ইসলাম হত্যা মামলায় কবি ও গীতিকার মো. শাহাবুদ্দীন নাগরী এবং নিহতের স্ত্রী নুরানী আক্তার সুমিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবর রহমান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আনোয়ারুল হক বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ১৭ এপ্রিল তাদের পাঁচ দিন এবং ২৩ এপ্রিল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ব্যবসায়ী নূরুল ইসলামকে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাসার বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন নিহতের বোন শাহানা রহমান কাজল ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।