
কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুবলীগকর্মী শাহাবুদ্দিন আহম্মেদ শাহীনের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। দোষীদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীই রেহাই পাবে না।
সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে নিহত যুবলীগ কর্মী শাহীনের বাড়িতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগে কোনো অপরাধীর জায়গা নেই। আপনারা যুবলীগকর্মী শাহীনের হত্যাকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ আওয়ামী লীগের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত ১৮ জুন কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শাহাবুদ্দিন আহম্মেদ শাহীন নিহত হন।