শিক্ষকদের আমরণ অনশন ভাঙিয়েছেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন ভাঙিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সোমবার সন্ধ্যায় অনশনরত শিক্ষকদের শরবত খাইয়ে অনশন ভাঙান মন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠক করে চার শর্তে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদল। শর্তগুলো হলো : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড স্থগিত, নতুনভাবে একসঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেডের মধ্যে যে বৈষম্য তা দূরীকরণ, প্রাথমিকের শিক্ষক প্রতিনিধিদলের একটি কমিটি দপ্তরে দপ্তরে (প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর) গিয়ে শিক্ষকদের সমস্যাগুলো নিয়ে আলাপ-আলোচনা করবেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব।

তিনি আরো বলেন, এই সরকারের সময়েই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের সমস্যা সমাধান হয়ে যাবে।