আলমগীর হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন “শিক্ষানগরী সৈয়দপুর” এর পূনাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর উপস্থিতে বিকেল ৪ ঘটিকায় এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সাহবাজ উদ্দিন সবুজকে সভাপতি এবং খুরশিদ জামান কাকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়াও আলোচনা সভায় শিক্ষানগরী সৈয়দপুরের বর্ষিক কর্ম পরিকল্পনা ও নীতিনির্ধারণ করা হয়। উল্লেখ্য শিক্ষার প্রসার ও জনসচেতনতায় কাজ করার লক্ষে গঠিত হওয়া এ সংগঠনটির সদস্যরা ফেসবুকে একত্রিত হয়ে বছর খানিক ধরে নিজ এলাকাকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবা দিয়ে আসছে। সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন জানান, আমরা বর্তমানের প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ফেসবুকে পরিচিত হয়ে ভাল কিছু করার প্রত্যয়ে একত্রিত হয়ে নিজেদের সাধ্যমতো কিছু শিক্ষামূলক ও উন্নয়নমূলক কাজ করে আসছি। তারই ধারাবাহিতায় আরো বেশি বেশি স্বেচ্ছাসেবা দিয়ে নিজেদের প্রাণপ্রিয় সৈয়দপুরকে এগিয়ে নিতে সংগঠনকে আরো মজবুত করার লক্ষে সংগঠনের সাংগঠনিক রুপ দেয়া হলো