নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরো গতিশীল করতে হবে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়াধীন সব অধিদপ্তর ও সংস্থাকে যথাযথ মনিটরিং ও মূল্যায়ন নির্দেশক নির্ধারণ করে এ কাজ করতে হবে। সঠিক মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘পরিবীক্ষণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা’শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এ কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন কর্ম নির্ধারণ করে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানসমূহের কার্যকর মনিটরিং ও মূল্যায়ন খুবই জরুরি। স্কুল মনিটরিংয়ের জন্য পিয়ার ইভালুয়েশন ব্যবস্থা চালু করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় অনেক উন্নতি হয়েছে। স্কুলপর্যায়ে ঝরে পড়া অনেক কমেছে এবং জেন্ডার সমতা অর্জিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মহিউদ্দিন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর ড. মো. সেলিম মিয়া এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামান বক্তৃতা করেন।