
সিলেট : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটা থেকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটিসহ মোট ২৫টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের এবং ৪২টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া।
শাবি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এএইচএম বেলায়েত হোসেন বলেন, এবার ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগের ১ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে ৫৪ হাজার ৩৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।