শিক্ষার্থীদের আন্দোলনে প্রাণহানির বিচার চেয়েছেন ক্রীড়া সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এই আন্দোলনে প্রাণহানির ঘটনায় বিক্ষুব্ধ হয়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরাও।

আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাঙ্গণে মানববন্ধন করেন ‘আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে ক্রীড়া সাংবাদিকরা। তারা নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। একইসঙ্গে সাংবাদিকরা বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান মানববন্ধনে অংশ নিয়ে বলেছেন, ‘গত কিছুদিন, জুলাই মাসে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোন ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত।’

চ্যানেল২৪ এর বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান বলেন, ‘প্রতিটি হত্যার বিচার চাই। আমাদের একটাই দাবি, একটাই কথা যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা মনে করি, সকল পক্ষ থেকে আমরা যদি এই দাবিটা গণজোয়ারে পরিণত করতে পারি, তাহলে এই দাবি পূরণ হবে।